
পিক্সারের গোপন অস্ত্র ━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥ ══
এটা আসলে কোন পথ ছিল না —
ছিল পরিকল্পিত সংঘর্ষের ভেন্যু –
একটা হলওয়ে |
স্টিভ জবস মাঝখানে রাখলেন বাথরুম, ক্যানটিন, মেইলরুম।
কারণ ?
লেখক যেন অ্যানিমেটরের সাথে ধাক্কা খায় আর অন্যরাও আছড়ে পড়ে পরস্পরের ওপর ।
আর এইসব ধাক্কা থেকেই জন্ম নেয় টয় স্টোরি।
পথ নয়, সেই হলওয়ে-ই ছিল পিক্সারের গোপন অস্ত্র।