
বর্তমানে থাকুন, স্বপ্নে নয়, সন্তানের সঙ্গে থাকুন ━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬━❤️❥ ══
কোনো এক বিকেলে আপনি পার্কের বেঞ্চিতে বসে আছেন – সাথে আপনার সন্তান | আপনার কল্পনার মেঘে বৈষয়িক স্বপ্নরা বাসা বেঁধেছে | একটা কার, ফ্ল্যাট বা প্রমাণ সাইজের ব্যাংক ব্যালেন্সের স্বপ্ন আপনাকে বিভোর করে রেখেছে – হয়তো নিজের জন্য নয়, সন্তানের জন্যই চান এমনটি |
কিন্তু আশ্চর্য কি জানেন – আপনার সন্তানের মনেও কল্পনার মেঘ জমেছে, সেখানে গাড়ি, সম্পদ, ট্রাভেল, টয়েজ, ফাস্ট ফুড, টগি বা বাবু ল্যান্ড নেই – আছেন শুধু আপনি – আছে আপনার সঙ্গ | আপনার স্বপ্ন আপনাকে বর্তমানে থাকতে দেয়না, অথচ অবুঝ শিশুটি ঠিকই বর্তমানে আছে – আপনি তার সঙ্গে আছেন – তার স্বপ্ন সত্যি হয়ে গেছে |
জীবনটা কালকে শুরু হচ্ছে না – ইতিমধ্যেই শুরু হয়ে অনেকটা দূর এসে পড়েছে | বর্তমানে থাকুন, স্বপ্নে নয়, সন্তানের সঙ্গে থাকুন |