
এ আই সব বদলে দিবে – সব
ব্রম্মান্ডে দারুণ এক খেলা শুরু হয়েছে – ক্রস-স্কিল ইন্ডাস্ট্রির যুগে আমরা প্রবেশ করেছি | ব্যাপারটা আগেও ছিল, কিন্তু এ আই একে ভিন্ন মাত্রা দিতে শুরু করেছে | এ আই কর্পোরেট : নন-কর্পোরেট সবারই বিরাট হাতিয়ার হতে চলেছে | ব্র্যান্ডিং – মার্কেটিং – সেলস – ট্রেনিং – সবকিছুর পালেই নতুন হাওয়া |
এ আই সব বদলে দিবে – সব | দুর্দান্ত সম্ভাবনা – এখনই শেখার সময় |